সাজাদুর রহমান সাজু:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ‘রংপুর ইপিজেড’ দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জুন বৃহস্পতিবার, ঢাকায় বসবাসরত সচেতন গোবিন্দগঞ্জ বাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে ঢাকায় বসবাসরত ও গোবিন্দগঞ্জ থেকে আগত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন।
গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন আন্দোলনের অন্যতম সমন্বয়ক অয়ন সুলতানের সভাপতিত্বে এবং মাকসুদ রহমান ও জিহাদ সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ ক্ষুদ্র, শিল্প ও ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি চরন মুরমু ও সাধারণ সম্পাদক মিখাইল বেসরা মাইকেল।
এছাড়াও ঢাকায় অবস্থানরত সচেতন গোবিন্দগঞ্জ বাসীর পক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই ও ব্যাংক কর্মকর্তা আহসান হাবীব প্রধান লিংকন, তানভীর প্রধান, নাজমুস সাকিব সরকার, সাবেক সেনা কর্মকর্তা ও ফাঁসিতলা বক্সিং ফেডারেশনের সভাপতি আবু রায়হান রাশেদ, সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট আব্দুর রহিম, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুমানা নাইলাত শখ, মিজানুর আরেফিন, শাহরিয়ার গালিব, জাহিদ প্রধান, সিহাব প্রধান, রাসেল মিয়া, আলিফ, মুন্না সরকার প্রমুখ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ‘রংপুর ইপিজেড বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে গোবিন্দগঞ্জ উপজেলা বাসী বদ্ধপরিকর এবং, সেই সাথে ইপিজেড বাস্তবায়নের প্রক্রিয়া বিলম্ব হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহন করবে বলে হুশিয়ারি দেন।
এতে ধর্ম, গোত্র, দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৪ শতাধিক মানুষ ঢাকাস্থ এ মানববন্ধনে অংশ নেন