বিএনএসঃ
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতা এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। প্রিন্ট মিডিয়া বা প্রচলিত গণমাধ্যমকে পেছনে ফেলে আজ বিশ্ব এগিয়ে চলেছে ডিজিটাল সাংবাদিকতার পথে। সংবাদ এখন আর কেবল পত্রিকার পাতায় সীমাবদ্ধ নয়; এটি মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল এবং ইউটিউবের মত প্ল্যাটফর্মে প্রতি মুহূর্তে প্রবাহিত হচ্ছে।
ডিজিটাল সাংবাদিকতা সংবাদ পরিবেশনার গতিকে যেমন দ্রুততর করেছে, তেমনি পাঠকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তৈরি করেছে এক নতুন মাত্রা। এখন একজন পাঠক যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সংবাদ পড়তে পারেন। ভিডিও, অডিও, লাইভ ব্রডকাস্ট এবং ইনফোগ্রাফিক্সের মাধ্যমে খবর উপস্থাপন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
তবে এই সুযোগের পাশাপাশি এসেছে কিছু চ্যালেঞ্জও। গুজব, ভুয়া খবর, এবং যাচাই-বিহীন তথ্য অনেক সময় জনমতকে বিভ্রান্ত করে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিযোগিতা বেশি হওয়ায় কিছু কিছু প্রতিষ্ঠান ‘ক্লিকবেইট’ বা অতিরঞ্জিত শিরোনামে খবর প্রকাশ করে পাঠক টানার চেষ্টা করে, যা সাংবাদিকতার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।
এই বাস্তবতায় দরকার দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতা—যেখানে সংবাদ হবে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ। একজন ডিজিটাল সাংবাদিককে হতে হবে প্রযুক্তি-দক্ষ, দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, নৈতিক মূল্যবোধসম্পন্ন।
ডিজিটাল সাংবাদিকতা শুধুমাত্র একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটি এক নতুন সাংবাদিকতার রূপান্তর—যেখানে সংবাদ মানেই শুধু লেখা নয়, বরং একটি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে ইতিবাচক ও জনমুখী করে তুলতে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে।
লেখকঃ মোঃ রাব্বী মোল্লা, (সাংবাদিক ও মানবাধিকার কর্মী)
নির্বাহী সম্পাদকঃ বাংলাদেশ নিউজ সিন্ডিকেট -BNS
ই-মেইলঃ rabbimolla2568@gmail.com