মুহাম্মাদ আবু মুসা, বগুড়াঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া এলাকায় বজ্রপাতে সহোদর দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৪ মে ২০২৫) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুইজনই পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাছ ধরার কাজে ব্যস্ত থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।