সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
চারিদিকে কালো মেঘ, টানা বৃষ্টি, কাদা-মাটি তবু থেমে নেই তারা। ময়লা নয়, বরং আশার বার্তা ছড়াতে বৃষ্টি ভেজা মাঠে নেমে এসেছেন একদল সাহসী স্বেচ্ছাসেবী। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বিডি ক্লিনের বরিশাল টিম। বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিত বিডি ক্লিন কর্মসূচি, এই একসাথে রুখে দাঁড়ানোর গল্প।
ভারী বৃষ্টি, কাদা-মাটি, এবং সড়কের কষ্টদায়ক অবস্থা সত্ত্বেও শতাধিক স্বেচ্ছাসেবী শহরের পরিচ্ছন্নতা কাজে নিবেদিত থাকলেন। ‘আর একটি ময়লাও যত্রতত্র নয়’ স্লোগান নিয়ে, বরিশাল শহরের বেলেস পার্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি চালানো হয়। কর্মসূচির মাধ্যমে তারা শুধু শহর পরিষ্কার করেনি, বরং মানুষের মধ্যে পরিচ্ছন্নতার চেতনা জাগিয়ে তুলেছে।
এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট, মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা।
এবায়দুল হক চাঁন বলেন, এই তরুণরা প্রমাণ করছে, দেশকে ভালোবাসা মানে শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হয়। তারা আমাদের গর্ব।
বরিশাল পরিচ্ছন্ন হলে দেশেরই উন্নয়ন হবে। মো. হাফিজুর রহমান হীরা বলেন, আমরা যারা সাংবাদিক, আমরা শুধু লিখে কাজ শেষ করি না। আমাদের দায়িত্ব এই আন্দোলনকে আরও ছড়িয়ে দেওয়া, যাতে প্রতিটি নাগরিক নিজের জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব নেয়। তারা আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু বিডি ক্লিনের কাজ নয়, এটা আমাদের সবার দায়িত্ব। বরিশালের যুব সমাজ যদি এমনভাবে জেগে উঠে, তাহলে এই শহরের ভবিষ্যৎ সত্যিই আলোকিত।
বরিশালের বেলস পার্ক ও বৈশাখি মেলার মাঠে পরিচ্ছন্নতার কাজ করা হয়। শতাধিক স্বেচ্ছাসেবী বৃষ্টি উপেক্ষা করে মাঠে নেমে আসেন। এই কর্মসূচির মাধ্যমে, তারা শুধু শহর পরিষ্কার করেনি, বরং মানুষকে সচেতন করার কাজও করেছে।
বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়, যাতে মানুষ নিজেদের এলাকায় ময়লা না ফেলতে এবং পরিষ্কার রাখতে উৎসাহিত হয়। পরিচ্ছন্নতা নিয়ে এই আন্দোলন বরিশাল শহরের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দাঁড়িয়ে রয়েছে।
বৃষ্টির মধ্যে এমন উদ্যোগ দেখে স্থানীয় মানুষও ব্যাপকভাবে অনুপ্রাণিত হচ্ছে এবং তাদের নিজস্ব এলাকায় পরিচ্ছন্নতা বজায়