Monday, July 7, 2025

অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ-তারেক রহমান

Date:

বিএনএসঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই জনগণ দেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে।

রবিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক যেকোনো সরকারই হোক, জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা চালিয়ে যেতে হবে। সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।”

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। তিনি আশা প্রকাশ করেন, এই সরকারের মাধ্যমেই দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংবিধানে জনগণের ভোটাধিকার থাকলেও আওয়ামী লীগ সরকার তা প্রয়োগ করতে দেয়নি। সে সময় জনগণের প্রতিনিধিদের দ্বারা সংসদ গঠিত হলে তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ কম থাকত।

সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই।” তিনি অভিযোগ করেন, সরকার বাজেটের আগে এনবিআরে সংস্কার চাপিয়ে দিয়ে অচলাবস্থার সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সংবাদকর্মীদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান-মনজুর হোসেন

বিএনএসঃ সাংবাদিকতা পেশাকে বিশ্বাসযোগ্য ও জনবান্ধব রাখার লক্ষ্যে সংবাদকর্মীদের নিরপেক্ষতা...

E-Paper

জেএসএস’র ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন মুহম্মদ মনজুর হোসেন

মোঃআনজার শাহ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ আলতাফ...

নানা আয়োজনে বার্তা প্রবাহর ২১ বছরে পদার্পণ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ০১ জুলাই ২০২৫ (মঙ্গলবার)...