হাসান মামুন,প্রতিবেদক:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক বলেছেন, “গত কয়েক বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে কোণঠাসা করে রাখা হয়েছে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মূল্যায়ন না করায় অনেকেই হতাশ হয়ে পড়েছে এবং এই শিক্ষা ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।”
তিনি বলেন, “শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত নম্বরের চেয়ে বেশি নম্বর দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে, যার ফলে নিয়মিত পাঠদানে অনীহা তৈরি হয়েছে।”
শনিবার (৩ মে), পিরোজপুর সদর উপজেলার একটি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ বিষয়ক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর আলিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দের আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিচালিত তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী এবং সদর উপজেলার হল সুপার মোহাম্মদ শওকত আলী।
সভায় চেয়ারম্যান আরও বলেন, “আমরা আগামী অর্থবছরে প্রতিটি জেলায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করব। যেসব প্রতিষ্ঠানে সরকারি ভবন নেই, সেখানে সরকারি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পিছিয়ে পড়া এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থাও থাকবে। যেহেতু আমাদের একটি শিক্ষা বিপ্লব ঘটেছে, আমরা যেকোনো মূল্যে পূর্বের গৌরবময় অবস্থানে ফিরে যাব, ইনশাআল্লাহ।”