নিউজ ডেস্কঃ
প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানে মাদ্রাসার এতিম ছাত্রদের ইফতার করিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট।
আজ ১৫ই রমজান, ১৬ই মার্চ রবিবার দক্ষিণ গাজীরচট (শতাব্দীনগর) আশুলিয়া, সাভার, ঢাকার ‘মারকাযুল উলূম মাদ্রাসা রোকসানা বাহার আনোয়ার এতিমখানা’র এতিম ছাত্রসহ মাদ্রাসার সকল কর্মকর্তা কর্মচারীদের ইফতার করান সংগঠনটি।
সংগঠনের পক্ষে ইফতার মাহফিলে উপস্থিত থেকে আয়োজনের প্রথম থেকে শেষ পর্যন্ত তদারকি করে এতিমদের নিয়ে এক সাথে ইফতার করেন নেস্টের প্রতিষ্ঠাতা সাংবাদিক রিদওয়ান আহমেদ।
ইফতারের পূর্বে নেস্টের সকল সদস্যসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।