বিএনএস আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গঠনমূলক’ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই পুনরায় বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো সমঝোতায় না পৌঁছাতে পারলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
মাসকাটে অনুষ্ঠিত এই উচ্চস্তরের আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্র সরাসরি মুখোমুখি বৈঠকের আহ্বান জানায় এবং শেষপর্যন্ত দুই পক্ষ কয়েক মিনিটের জন্য সরাসরি কথা বলে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার পরিবেশ ছিল ‘গঠনমূলক ও পারস্পরিক সম্মানপূর্ণ’। তবে মতবিরোধ স্পষ্ট করে যে, একটি নতুন পরমাণু চুক্তি অর্জন কতটা কঠিন কাজ।
২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির অন্যতম রূপকার আব্বাস আরাগচি ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। মার্কিন দলের নেতৃত্বে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে পোস্ট করা এক ভিডিওবার্তায় আরাগচি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সমতাভিত্তিক অবস্থান থেকে একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তিতে পৌঁছানো।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকায়ি জানান, এই আলোচনা ‘শুধুমাত্র একটি সূচনা’। দুই পক্ষই আলাদা কক্ষে ছিলেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নিজেদের মতামত আদান-প্রদান করেছেন।
ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্র তেহরানকে পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছাতে না দেওয়ার বিষয়ে ইসরাইলের সঙ্গে কাজ করছে। মাসকাটের বৈঠকে কোনো দৃশ্যমান চিহ্ন ছিল না—কোনো পতাকা বা বাড়তি নিরাপত্তা ছিল না। উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রাথমিক অবস্থান হলো—ইরানকে তার পুরো পরমাণু কর্মসূচি বাতিল করতে হবে। তবে তিনি সমঝোতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরানের জন্য পারমাণবিক বোমা তৈরি প্রায় অসম্ভব করে তোলা হয়েছিল, তবে বেসামরিক ক্ষেত্রে পরমাণু কর্মসূচি চালানোর সুযোগ ছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান তাদের কার্যক্রম বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় ২৭৪.৮ কেজি মজুত রেখেছে।
এই সংলাপ একটি সমাধানে পৌঁছানোর প্রবল ইচ্ছার ইঙ্গিত দেয়, তবে বিশেষজ্ঞরা মনে করেন, সব বিষয় সমাধানের জন্য কারিগরি দলের প্রয়োজন। আশা করি এটি আপনার প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে।