হাসান মামুন, পিরোজপুর:
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বিদেশী আম গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে চেরাগ গ্রন্থাগারের ৪৫ জন পাঠক সদস্যের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে কাজী মুজিবুর রহমানের লেখা একটি সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুজখোলা সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও চেরাগ গ্রন্থাগারের সভাপতি মো. আলমগীর কবির।সঞ্চালনায় ছিলেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক সমর কৃষ্ণ হালদার। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এলিজা জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেরাগ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষাবিদ ও সাহিত্যিক সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমানের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাহিত্যিক কাজী মুজিবুর রহমান, উত্তর পোরগোলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ. এম. মজিবুর রহমান, জুজখোলা হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু বিপুল মিত্র, উত্তর পোরগোলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গনেশ চন্দ্র হালদার এবং গ্রন্থাগারের নির্বাহী পরিষদের সভাপতি মো. আব্দুর রব হাওলাদারসহ অন্যান্য শিক্ষক ও সমাজসেবীবৃন্দ। অনুষ্ঠানে চেরাগ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো. ফারদিন শেখ পরিবেশ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন। বক্তারা প্রয়াত সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর পরিবেশ চিন্তা, শিক্ষা ও সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। চেরাগ গ্রন্থাগারের এ উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন এবং চেরাগের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।




