অনলাইন নিউজঃ গাজায় যা ঘটছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস গাজায় চলমান সহিংসতাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, গাজার জনগণের জন্য খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সাহায্যের প্রবেশের অনুমতি দিতে হবে এবং জাতিসংঘসহ অন্যান্য সংস্থাকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও স্বীকার করেন যে, সরকারের নীরবতা নিয়ে সমালোচনা হচ্ছে, তবে তিনি দাবি করেন যে গ্রিস নীরব নেই এবং ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকলেও প্রয়োজন হলে কঠিন সত্য বলার সাহস থাকতে হবে।
এছাড়া তিনি ইইউয়ের ‘রিআর্ম ইউরোপ’ কর্মসূচিতে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন এবং গ্রিস-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পরিকল্পনার কথা জানান।
সূত্র: আনাদোলু এজেন্সি