নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে হামলার শিকার হাসনাত আবদুল্লাহ, ফেসবুকে প্রতিক্রিয়ায় তরিক আহমেদ: “চিন্তা ও চেতনায় যিনি সত্যিকারের বিপ্লবী”
গাজীপুরে রাজনৈতিক কর্মী ও সমাজচিন্তক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তরুণ লেখক ও অ্যাক্টিভিস্ট তরিক আহমেদ। এক আবেগঘন স্ট্যাটাসে তিনি হাসনাতের সংগ্রামী জীবন ও অদম্য চেতনার কথা তুলে ধরেন।
তরিক আহমেদ লেখেন, “অনেকে হয়তো জানেন না, হাসনাত এক সময় প্রচণ্ড ভালো লিখালিখি করত। তার পোস্টে স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মন্তব্য করতেন। আমি তা দেখতাম, মাঝে মাঝে ঈর্ষাও হতো। কিন্তু ভাবতাম, এসব উচ্চস্তরের চিন্তা বাস্তব জীবনে প্রয়োগ না করলে লাভ কী?”
তিনি স্মরণ করেন, কিভাবে একদিন রেজিস্টার বিল্ডিংয়ের সামনে একাই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন হাসনাত, লাল ফিতার দৌরাত্ম্যের বিরুদ্ধে। তখনই বুঝতে পারেন, এ তরুণ শুধু চিন্তায় নয়, বাস্তব কর্মেও সমান প্রতিশ্রুতিশীল।
“জুলাইয়ের পর হাসনাতকে নতুনভাবে চিনলাম,” বলেন তরিক। “যেভাবে বিপ্লবের স্পিরিট ধরে রাখতে সে লড়ছে, সেটা অতুলনীয়। স্বাভাবিকভাবে তাই দালাল মিডিয়া আর স্বৈরাচারীদের চোখ তার দিকেই পড়েছে।”
স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, তিনি এমন অনেক মানুষ দেখেছেন যারা কেবল অনলাইনেই সীমাবদ্ধ থেকেছেন। কিন্তু হাসনাত সেই ব্যতিক্রম, যিনি অনলাইন ও অফলাইন উভয় পরিসরেই সক্রিয়।
তরিক আহমেদ লেখেন, “হাসনাত আবদুল্লাহর মধ্যে কোন শো-অফ নেই, মেকি কান্না নেই—সে এক সাধারণ কিন্তু অসাধারণ আত্মা। এমন তরুণদের হারিয়ে ফেললে বাংলাদেশ বারবার হারবে।”
তিনি আহ্বান জানান, দেশের প্রতিটি রাজনৈতিক দল যেন সম্ভাবনাময় তরুণদের পাশে দাঁড়ায়, তাদের জায়গা দেয়। কারণ, বিশ্ব এখন তরুণদের হাতেই গড়ছে ভবিষ্যৎ।