Saturday, April 19, 2025

প্যানেল চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন

Date:

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুর বিরুদ্ধে ফ্যাসিস্টদের দোসর, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর মো. রাজিবুল হক শানুর ইউনিয়ন পরিষদ থেকে অপসারণের দাবিতে স্লোগান দেয়। এতে ‘শানুর গালে গালে, জুতা মারো তালে তালে’ সহ তার অপসারণের দাবিতে বিভিন্ন রকম শ্লোগানে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মিয়ারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাহানারা হাসপাতালের সামনে এসে শেষ হয়। এর আগে ইউনিয়নে চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসরদের সাথে প্যানেল চেয়ারম্যান মোঃ রাজিবুল হক শানু বিগত দিনে বিভিন্ন সবার সমাবেশে অংশগ্রহণ করেছেন। নৌকা মার্কা নিয়ে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সাথে সখ্যতা রেখে বিচারের নামে টাকা আত্মসাৎ, সরকারি ঘর দেওয়ার নামে ঘূষ নেওয়া, অবৈধ জমি দখল, নানা স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি বিএনপি ত্যাগী নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে তার দমন-পীড়নের এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব এই দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবি জানান বক্তারা। এছাড়াও তারা প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানের কথা জানান। এ সময় বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সুটিয়াকাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ অলিউল্লাহ তালুকদার, নেছারাবাদ উপজেলা কৃষকদলের সভাপতি সোহাগ মিয়া, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ মুহিদুল ইসলাম সাগর, নেছারাবাদ উপজেলা যুবদল নেতা মোঃ সালেহ্ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজিব হোসেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ হাওলাদার অলি, জেলা ছাত্রদলের অন্যতম সদস্য মিজানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মাইনুল ইসলাম প্রান্ত, মোঃ শাহাদাৎ হোসেন শোভন, জেলা ছাত্রদলের সদস্য মোঃ আতিকুর রহমান আব্দুল্লাহ, সাজেদুল ইসলাম আশিক, সরকারি স্বরূপকাঠি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আছানুর, সুটিয়াকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নেক্বার তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ অনিক সিকদার, মোঃ এমদাদুল ইসলাম জাকারিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা যুব নেতা মোঃ কাইয়ুম তালুকদার, মোঃ রমজান মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

নামেমাত্র ড্রেজিংয়ে বন্ধ হচ্ছে দক্ষিণের নৌপথ।

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃখনন কার্যক্রমের বছর না ঘুরতেই...

বাগেরহাটের বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন...

বৃষ্টি ভেজা মাঠেও থেমে থাকেনি বরিশালের পরিচ্ছন্নতার যোদ্ধাদের অভিযান।

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:চারিদিকে কালো মেঘ, টানা বৃষ্টি, কাদা-মাটি...

বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে কোটি টাকার মিষ্টি তরমুজ চাষ

হাসান মামুন, প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় শস্যভান্ডার...