বিএনএস নিউজ ডেস্কঃ
বাংলাদেশি ফুটবলের প্রবাসী খেলোয়াড়দের নিয়ে চলমান আলোচনায় এবার উঠে এসেছে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের নাম। জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সামিত এবং ইতোমধ্যে বাংলাদেশি নাগরিকত্ব প্রক্রিয়ায় তার জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। বর্তমানে অপেক্ষা শুধু পাসপোর্টের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম জানান, সামিতের জন্ম নিবন্ধনের সনদ তাদের হাতে পৌঁছেছে এবং তা সামিতকে জানানো হয়েছে। সামিত যেদিন বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন, সে বিষয়ে জানালে বাফুফে হাই কমিশনকে অবহিত করবে।
তবে সামিতের অবস্থান হাই কমিশনের শহর থেকে দূরে হওয়ায় সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি নিতে হবে। পাসপোর্ট আবেদনের জন্য তার বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে নিতে হবে।
এর আগে প্রবাসী খেলোয়াড় কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলার সম্মতি দিয়েছেন। সামিত সোমও সেই পথেই এগিয়ে যাচ্ছেন, যা ভবিষ্যতে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।
এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশের ফুটবল জগতে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য হবে।