Monday, July 7, 2025

জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠণ

Date:

হাসান মামুন,আঞ্চলিক প্রতিনিধি(পিরোজপুর):
দুষণের সঙ্গে সম্পর্কিত পরিণতি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং জন-অংশগ্রহণ নিশ্চিত করতে পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫মার্চ) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীমকে আহবায়ক এবং দৈনিক আমাদের কন্ঠ স্টাফ রিপোর্টার খেলাফত হোসেন খসরুকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এটিএন বাংলার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন, নেছারাবাদ উপজেলার মো. আনোয়ার হোসেন এবং মঠবাড়িয়া উপজেলার রফিকুজ্জামান আবিরকে যুগ্ম আহবায়ক করে ২৬ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
সেমিনারে রুপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর শাহাদ হোসেন বাচ্চু, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, কোঅর্ডিনেটর সুভাষিশ ভট্রাচার্য, জেলা কোঅর্ডিনেটর সাহিদা বানু সোনিয়া, পিরোজপুর প্রেক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, শফিকুল ইসলাম মিলন, খালিদ আবু, ওয়াহিদ হাসমান বাবু, অভিজিৎ মন্ডল, জিয়াউল হক, কুমার শুভ রায়, দিপঙ্কর মাতা, তামিম সরদার, ইসরাত জাহান মমতাজ, তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মুখ্য আলোচক হিসাবে সুন্দরবন প্রকল্পের সমন্বয়ক সুভাষিশ ভট্টাচার্য সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সম‚হ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ উপকুলীয় পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে সম্যক ধারনা উপাস্থপন করেন। তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। করমজল, হাড় বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, দুবলার চর, হিরণ পয়েন্ট, জামতলা সি বিচ পয়েন্ট থেকে শুরু করে একেবারে সুন্দরবনের কোল ঘেঁষা পর্যটনকেন্দ্রগুলোতে বেড়েছে প্লাস্টিকের দ‚ষণ।
সেমিনারে বক্তারা বলেন, বিশে^র সবচেয়ে বড় এই শ^াসমূলীয় সুন্দরবনের পানি ও মাটিতে দুষন ও শিল্পের চাপে কোনঠাসা, ভালো নেই সুন্দরবন। মানুষের নিক্ষিপ্ত পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দুষণেক্ষতি সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে সুন্দরবন কেন্দ্রিক ভালো লেখা জাতীয় এবং স্থানীয় পত্রীকায় প্রকাশ করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নানা কারনে সুন্দরবনের পানি ও মাটিতে দুষণ বাড়ছে। আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি বন সংলগ্ন এলাকায় শিল্পকারখানা স্থাপন, বনের মধ্যে দিয়ে ভারী নৌযান চলাচল, বিষ দিয়ে মাছ শিকার, জীববৈচিত্রের ক্ষতি করে পশুর নদ খনন, প্রাণী শিকার, মিস্টি পানির প্রবাহ কমে যাওয়া, ভূমিক্ষয় ও ভাঙ্গনে এ ব্যাপারে জনগনকে সর্বোচ্চ সচেতনতা বাড়াতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সংবাদকর্মীদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান-মনজুর হোসেন

বিএনএসঃ সাংবাদিকতা পেশাকে বিশ্বাসযোগ্য ও জনবান্ধব রাখার লক্ষ্যে সংবাদকর্মীদের নিরপেক্ষতা...

E-Paper

জেএসএস’র ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন মুহম্মদ মনজুর হোসেন

মোঃআনজার শাহ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ আলতাফ...

নানা আয়োজনে বার্তা প্রবাহর ২১ বছরে পদার্পণ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ০১ জুলাই ২০২৫ (মঙ্গলবার)...