সংবাদ দাতা রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে জীবনদক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম। বিপিসিএলের (বাংলাদেশ পল্লী শিল্প কারখানা লিমিটেড) উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন দক্ষতা ভিত্তিক শিক্ষার কার্যক্রম কর্মকর্তা, প্রজেক্ট ম্যানেজার ওয়ারিশ, কামনা, মিনহাজ এবং সৌজন্যে আলামিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শ্রমিকদের জীবনদক্ষতা বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। এ কার্যক্রমে ২৫ জন শ্রমিক, শিল্প প্রতিষ্ঠানের রিসাইকেল দোকানদার ও কর্মচারীদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করা হয়। কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের মাঝে সেফটি বোর্ড, হাতমোজা ও স্যানিটাইজার বিতরণসহ নিরাপত্তা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকরা মনে করেন, এ ধরনের সচেতনতামূলক শিক্ষা কার্যক্রম অবহেলিত শ্রমজীবী মানুষদের দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা করবে এবং একটি নিরাপদ কর্মপরিবেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।