ভোলা প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ সন্ধ্যায় শহরের ভোলা হাসপাতল রোডে অবস্থিত জিজিইউএস ল্যান্ডিং স্টেশন ও রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে ভোলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুস সহিদ তালুকদারের সভাপতিত্বে , সংস্থার ভোলা জেলা সাধারন সম্পাদক মোঃমনছুর আলমের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি ও নীতিনির্ধারণী পরিষদের সদস্য হাসান সরদার জুয়েল, ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন,ভোলা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু,দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস এর ভোলা জেলা প্রতিনিধি আলআমিন শাহরিয়ার,
চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু,
ভোলা নিউজ এর সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি জসীম রানা,জাতীয় সাংবাদিক সংস্থা সহ সভাপতি ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান,দৈনিক আজকের দর্পনের জেলা প্রতিনিধি এমরান হোসেন,রাজধানী টিভির জেলা প্রতিনিধি জে আই সবুজ,শাহাবাজপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এরশাদুল ইসলাম আজাদ,আশিকুর রহমান শান্ত, রিয়াজ হোসেন শান্ত, সহ বিভিন্ন টেলিভিশনের পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃইব্রাহীম।
এর আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।