Wednesday, December 3, 2025

রূপগঞ্জে মাছের খামারে ডাকাতি, চাঁদাবাজির দাবিতে হামলা: আহত ৪

Date:

রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছের খামারে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন খামারের মালিক, তার স্বজন এবং আত্মীয়রা।

ঘটনাটি ঘটে গত ৬ আগস্ট (মঙ্গলবার) রাতে রূপগঞ্জ উপজেলার সাংবরালু কায়েতপাড়া এলাকায়। অভিযোগকারী বেগম রেশমা আক্তার জানান, ওই রাতে কিছু কুখ্যাত সন্ত্রাসী খামারে ডাকাতি চালায়। পরদিন বুধবার তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা হামলা চালায়।

এ সময় রেশমা আক্তারের ভাতিজা আবু তালেব-এর মাথা ও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাত হোসেন। তাকে বাঁচাতে গেলে চাচা মনির হোসেন টুকু-কে ভূমিদস্যু মুকতার হোসেন চাপাতি দিয়ে মুখে আঘাত করে।

ঘটনাস্থলে গেলে রেশমা আক্তারের স্বামী আক্তার হোসেন-কে ভূমিদস্যু আকবর আলী ধারালো দা ও কাঁচি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

চিৎকার শুনে রেশমা আক্তারের বোন জাহানারা বেগম ঘটনাস্থলে গেলে দূর থেকে চাঁদাবাজ আবু তাহের এলোপাতাড়ি গুলি চালায়, এতে জাহানারার ডান পায়ে গুলি লাগে।

স্থানীয়রা জানান, ডাকাত হোসেন, ভূমিদস্যু মুকতার হোসেন, চাঁদাবাজ আবু তাহের ও আকবর আলী দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িত। এলাকাবাসী তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি চায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...