বিএনএস অনলাইন নিউজঃ
রাজধানীর ডেমরায় একটি বাসাবাড়ি থেকে ৩০ হাজার টাকা চুরি করে পালানোর সময় আশিক (২৬) নামের এক যুবককে পুলিশ আটক করেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের পূর্ব পাশের পুকুরপাড় থেকে সার্জেন্ট হাবিবের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটককৃত যুবক চুরির ঘটনা স্বীকার করেছেন।
এ বিষয়ে সার্জেন্ট হাবিব জানান, সকালে ডিউটি পালনকালে ওই যুবক চুরি করে পালানোর চেষ্টা করছিল। স্থানীয় লোকজন তাকে পেছন থেকে ধাওয়া করে এবং পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, যুবককে আটক করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।