মোঃ মজিবুল হক চুন্নু,তাড়াইল উপজেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের ঐতিহ্যবাহী একমাত্র খেলার মাঠটির বেহালঅবস্থা । পঞ্চগ্রাম ঘিরে আছে এই খেলার মাঠটি, কয়েক হাজারো বেশি মানুষের বসবাস, রয়েছে কয়েকটি প্রতিষ্ঠান, দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি কওমি মাদ্রাসা আছে আরো অন্যন প্রতিষ্ঠান। সেখানে স্কুল ও মাদ্রাসা মিলে শত শত ছাএ পড়া লেখার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন করার একমাত্র মাঠ, এই মাঠে বিভিন্ন খেলাধুলার লিগ ছাড়া হয়তো , কিন্ত মাঠটি সংস্কার না করায়, পাশের জমিতে ভেঙে কৃষি আবাদের পরিণত হচ্ছে, ফলে দিন দিন কৃষকের দখলে চলে যাচ্ছে খেলার মাঠটি ,গ্রামবাসীর দাবি যদিও ইউনিয়ন ভিত্তিক অনেক বরাদ্দ আসে কিন্ত মাঠের জন্য কোন বরাদ্দ আসে না। সরকারি বরাদ্দ না আসায় খেলাধুলার কোন পরিবেশ বিদ্ধমান নাই। জানা গেছে মাঠে খেলতে নেমে প্রতি নিয়ত গর্তে পা পড়ে হাতে পায়ে ব্যাথা নিয়ে বাড়ী ফিরতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা, এলাকাবাসীর ছাত্র-ছাত্রীর কৃষক শ্রমিক বেশকয়েক জনের সাথে কথা হলে, তারা বলেন দীর্ঘ দিন যাবৎ বেহাল অবস্থা খেলার মাঠটি এই গ্রামে দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকা সত্যেও, এই একটি মাএ খেলার মাঠ কোন উন্নতি হয়নি, তাই এলাকাবাসীর তাদের প্রানের দাবী প্রশাসনে নিকট একমাত্র খেলার মাঠটি মাটিদ্বারা ভরাট করে, খেলাধুলার পরিবেশ করার দাবী জানান, এতে করে মাঠটির প্রাণ পূনরায় ফিরে পাবে।