বিএনএস, স্টাফ রিপোর্টার, মোঃ শহিদুল ইসলামঃ
আজ মঙ্গলবার বেলা ২টায় করিমগঞ্জ থানায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সাথে দিকনির্দেশনামূলক ভিজিট করেন তাড়াইল-করিমগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবীর সাহা।
ভিজিটের শুরুতে তিনি উপস্থিত সকলের খোঁজখবর নেন এবং একে একে সবাইকে ব্যক্তিগতভাবে পরিচিত হন। পরবর্তীতে স্বাগত বক্তব্যে তিনি বলেন, “আপনারাও বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ বাহিনী। যদি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে কাঙ্ক্ষিত সফলতা অবশ্যই আসবে এবং আপনাদের সুনাম আরও বহুগুণে বৃদ্ধি পাবে।”
এ সময় করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং থানার স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিজিট শেষে তিনি সবাইকে সালাম বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।