Wednesday, October 8, 2025

ধলাপাড়া ইউনিয়ন ভুমি কর্মকর্তার নানা অনিয়মের অভিযোগ

Date:

বিভাস কৃষ্ণ চৌধুরী টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া ইউয়ন ভুমি কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে নামজারি ও দাখিলার নামে অতিরিক্ত অর্থ আদায়,ধলাপাড়া হাটে টাকার বিনিময়ে খোলা দোকানে বেড়া দেওয়া, স্বচ্ছল পরিবারকে উৎকোচের বিনিময়ে খাস জমি বন্দোবস্ত,সেবা গ্রহীতাদের সাথে অসদাচারণসহ নানা অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, ১ মাস যাবত‘ ধলাপাড়া ভুমি অফিসে যোগদান করেন ভুমি উপসহকারী(নায়েব) সেলিম রেজা। যোগদানের পরপরই ভমি অফিসকে গড়ে তুলেন ঘুষ-দুর্ণীতির স্বর্গরাজ্য। ঘুষ ছাড়া কোন কাজ হয়না এ ভুমি অফিসে। বনের জায়গায় মুরগীর ফার্ম,দোকানপাট,বাজারে খোলা দোকানগুলোতে টাকার বিনিময়ে বেড়া দেওয়ার অনুমতি প্রদান করায় এলাকার মানুষ তারপ্রতি অতিষ্ট হয়ে পড়েছে। এছাড়াও ছুটির দিনে তিনি অফিস খুলে ভুমি অফিসের অবৈধকাজ সম্পাদন করে থাকে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,নতুন নায়েবসাব ঘুষ ছাড়া কিছুইবুঝেনা। খারিজ করতে টাকা নেয় ঠিক আছে। সামান্য কাজও টাকা ছাড়া করেনা। এছাড়াও পাড়াহের লাল মাটি কাটাদের সাথে সখ্যতা করে তিনি লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়,শনিবার ছুটির দিনে দুপুরে ওই নায়েবের এক আতœীয় কম্পিউটার নিয়ে বসে রয়েছেন। অফিস সহকারী পিয়ন আমিনুল ইসলাম লেজার বহি নিয়ে দাখিলা কাটছে। পাশেই রয়েছে একাধিক দালাল প্রকৃতির লোক। ঢুকতে কথা হয় নায়েব সেলিম রেজার সাথে অপরিচিত থাকায় তার কাছে জানতে চাইলাম নায়েবসাব আসছে কি’না। পরিচয় লুকিয়ে তিনি বললেন ছুটির দিনে নায়েব অফিসে আসবে কেন বলে বেরিয়ে যান। অফিসে গিয়ে দেখা মিলে মামলার প্রতিবেদন নিতে আসা এক ব্যক্তির সাথে। কথা হয় তার সাথে তিনি বলেন নায়েব সাব তাকে বন্ধের দিন অফিসে আসতে বলেছে এজন্য তিনি শনিবারে অফিসে আসছেন।

অফিস সহকারী আমিনুল ইসলামের সাথে ছুটির দিনে অফিসে কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন,আমি কিছু বলতে পারবো না স্যাারের সাথে কথা বলেন। পরে নায়েবসাবের চেয়ারে বসা দেখে জানতে চাওয়া হয় আপনি কেন পরিচয় লুকালেন।

ধলাপাড়া ইউনিয়ন ভুমি উপসহারী কর্মকর্তা(নায়েব) সেলিম রেজার নিকট জানতে চাইলে তিনি বলেন ছুটির দিনে ভুমি সহকারী কর্মকর্তার অনুমতি নিয়েই অফিস খুলেছি। টাকার বিনিময়ে বাজারে দোকান ঘরে বেড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা সহকারী কর্মকর্তা(ভুমি ) সাবরিন আক্তার মুঠোফোনে বলেন, অতিরিক্ত কাজ থাকায় ছুটির দিনে অফিস খোলা থাকে। এছাড়াও  দালালের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত

বিএনএসঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০ টায় দক্ষিণ এশিয়ার...

ফেরোশাস ফরটিন,সামরিক বাহিনীর সৈনিকদের মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলামঃ গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার, বেলা...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোঃ রাব্বী মোল্ল‘র বানী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বানী “মানবতার মুক্তির...

কালের নতুন সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ শহিদুল ইসলাম:কালের নতুন সংবাদ'র ১০ম বছরে পদার্পনে প্রতিষ্ঠাবার্ষিকী...