টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থী আলীমের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কালিহাতী পৌরসভার সাতুটিয়া পশ্চিমপাড়া এলাকায় জামাল বাদশার বাড়ির সেফটি ট্যাংক থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
নিহত আলীম কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী এবং ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের বাসিন্দা। তিন দিন আগে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ সেফটি ট্যাংকে পাওয়া যায়।
ঘটনার বিবরণ: সকালে বাড়ির পিছনে গিয়ে জামাল বাদশা ট্যাংকের কাছ থেকে পঁচা গন্ধ পেয়ে ভিতরে লাশ দেখতে পান। স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে। নিহতের সাথে থাকা মানিব্যাগ থেকে কিছু কাগজপত্র দেখে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। পরে আলীমের পরিবার মরদেহ শনাক্ত করে।
পুলিশের মন্তব্য: অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি সেফটি ট্যাংকে কীভাবে এল তা তদন্তের মাধ্যমে বের করা হবে।
আপডেট: এ ঘটনার বিস্তারিত তথ্য জানা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।