পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ১৪ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন, যা সম্পন্ন হয়েছে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
১৬ মে ২০২৫, শুক্রবার, পঞ্চগড় জেলার পুলিশ লাইন্স ড্রিম সেডে সন্ধ্যা ৮:৩০ মিনিটে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ফেব্রুয়ারি ২০২৫ এর এই নিয়োগ প্রক্রিয়ায় ৩৬১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ৯৮ জন উত্তীর্ণ হন। চূড়ান্তভাবে ১৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়, এবং ৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
পুলিশ সুপার জানান, নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বেশিরভাগই নিম্ন আয়ের পরিবারের সদস্য, যারা তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে এই চাকরিটি পেয়েছেন।
এই নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া পুলিশের দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।