নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠিতে কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ইউনিয়নের পূর্ব ছিটকি বহুমুখী দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি গফুর মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মীরবহর, উপজেলার জয়েন্ট সেক্রেটারি কাজী মাসুদ, ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মোঃ তারিকুর রহমান তারেক, ওয়ার্ডে বিএনপির সভাপতি ওলিউর রহমান মুন্সি প্রমুখ। বক্তারা বলেন, গত বছর আওয়ামী বাকশালীদের দুঃশাসনের কারনে ইফতার মাহফিল করা যায় নাই। স্বৈরশাসকেরা ইফতার মাহফিলের মত ধর্মীয় কাজে নগ্নভাবে বাঁধা দিতো। এজন্য তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদেরকে জনগণ আর দেখতে চায় না। ছাত্র জনতা ফ্যাসিবাদ বিতারিত করেছে।