(বিএনএস) স্টাফ রিপোর্টার ,মো. শহিদুল ইসলামঃ
কিশোরগঞ্জ তাড়াইলে বুরো ধানের বাম্পার ফলন হওয়ায় এতে করে কৃষকরা খুবই খুশি, সরজমিনে গিয়া কৃষকের সাথে আলাপ করে জানা যায়।
জমি চাষ করতে গিয়ে যা খরচ হয়েছে তার চেয়ে বেশি লাভবান হবেন। বরুহা গ্রামের একজন কৃষক কাঞ্চন ভূঁইয়া জানান, সরকার কৃষকদেরকে অনেক সহযোগিতা করে যাচ্ছে, আগামী দিনে সরকার যদি আরো সহযোগিতা করেন, আমাদের কৃষি কাজে আরো উন্নতি করব।বর্তমান কৃষকরা বড়ই পারিশ্রমীক তারা বলেন সরকারের অনুদান এইভাবে যদি অব্যাহত থাকে, প্রতিবছর কৃষকরা তাদের কৃষি কাজে আরও উৎসাহিত হবে।