বিএনএস নিউজ ডেস্কঃ
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তবে, সরকারের পরিবর্তনের পরও দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অপরাধের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে।
নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় দুই সন্তানের জননী কাজল রেখার রহস্যজনক মৃত্যু ঘটে। অভিযোগ রয়েছে, ২০১১ সালের ২৪ এপ্রিল কাজল রেখা তার স্বামী সানোয়ার হোসেনের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগ সরকারের সময়, শ্রমিক লীগ সভাপতির ভাই লিয়াকতের ছত্রছায়ায় কাজল রেখার শ্যালক সানুয়ার তাকে বাড়িতে নির্যাতন করে হত্যা করেন।
কাজল রেখার ভাই ফরিদ উদ্দিন ভূঁইয়া ২০১১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আইনের দ্বারগড়ায় দৌড়াদৌড়ি করেও তার বোনের বিচার পাননি। তিনি মনে করেন, বর্তমান সরকারের অধীনে সকল অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার সম্ভব। ফরিদ উদ্দিন সরকারের আইন উপদেষ্টার কাছে আকুল আবেদন জানান, শুধু তার বোন নয়, সারা দেশের নির্যাতিত নারীদের বিচার নিশ্চিত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।