মোঃ আশিক পণ্ডিত, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ
সবুজে গড়ি আগামীর বাংলাদেশ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা জুলাই) এ অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ জনাব জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম রিফাত এবং সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মো. মানজুরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের বন্ধু নয়, এটি একটি সদকায়ে জারিয়া। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।