নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি আজ এক প্রস্তুতি সভায় অংশ নিতে তারাবো পৌরসভা যুবদলের কার্যালয়ে উপস্থিত হন। সভায় তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে তবেই সংগঠিত হবে যুবদল এবং এর মাধ্যমে শক্তিশালী হবে জাতীয়তাবাদী বিএনপি।”
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মীরা। সকলে মিলে আগামী আন্দোলন-সংগ্রামে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই তারাবো পৌর যুবদল মাঠে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
সভায় অংশগ্রহণকারী সকল নেতাকর্মী একমত হয়ে আগামী দিনের কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।