Tuesday, October 7, 2025

মোঃ রাব্বী মোল্লা’র জন্মবার্ষিকী আজ

Date:

নিউজ ডেস্ক:
জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সচিব ও প্রথম শ্রেণীর নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর নির্বাহী সম্পাদক, সময়ের সাহসী কলম যোদ্ধা মো. রাব্বী মোল্লার আজ ৩০তম জন্মবার্ষিকী।

১৯৯৫ সালের ২৫শে আগস্ট বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন নিয়ামতি ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর (নবীনগর) গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মো. জাকির হোসেন মোল্লা ও মাতা মোসা. রুবিনা বেগম। চার ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। স্ত্রী মোসা. চাম্পা বেগম ও একমাত্র পুত্র রাফছান মোল্লাকে নিয়ে তার সুখী সংসার।

শিক্ষাজীবনের সূচনা হয় গ্রামের পাঠশালা থেকে। পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। পাশাপাশি রিপোর্টিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে ছাত্রজীবন থেকেই লেখালেখির মাধ্যমে সাংবাদিকতার সাথে যুক্ত হন।

সাংবাদিকতা জীবন শুরু হয় ২০১২ সালে জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়েরি পত্রিকার মাধ্যমে। এরপর পাক্ষিক সতমল, দৈনিক অপরাধ দমন, সাপ্তাহিক নবজাগরণ, ভয়েস অব ইনসাফ ডটকম, দৈনিক দক্ষিণবঙ্গ, দৈনিক আমার দেশের কথা ও দৈনিক জাতীয় অর্থনীতিসহ একাধিক গণমাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সরকারি মিডিয়া তালিকাভুক্ত পাক্ষিক সমতল পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু সাংবাদিকতাই নয়, তিনি গল্প, কবিতা, সৃজনশীল লেখালেখি, অভিনয় ও উপস্থাপনায়ও সমান দক্ষ। তার সাংবাদিকতার গুরু ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন।

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে প্রচার-প্রচারণায় সক্রিয় এই সাহসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও জনপ্রিয়। নিজের আত্মশক্তি, নিয়মনীতি, নিষ্ঠা ও অসংখ্য ত্যাগের মাধ্যমে তিনি এগিয়ে চলেছেন মানুষের কল্যাণে।

তার জন্মদিনে সহকর্মী সাংবাদিক মহল, শুভানুধ্যায়ী, পাঠক এবং বাংলাদেশ নিউজ সিন্ডিকেট পরিবারের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন লাভ করেন এবং কলমের মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে মানুষের পাশে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত

বিএনএসঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০ টায় দক্ষিণ এশিয়ার...

ফেরোশাস ফরটিন,সামরিক বাহিনীর সৈনিকদের মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলামঃ গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার, বেলা...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোঃ রাব্বী মোল্ল‘র বানী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বানী “মানবতার মুক্তির...

কালের নতুন সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ শহিদুল ইসলাম:কালের নতুন সংবাদ'র ১০ম বছরে পদার্পনে প্রতিষ্ঠাবার্ষিকী...