হাসান মামুন, পিরোজপুরঃ
পিরোজপুরের কাউখালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগ নিয়ে গ্রামীণ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেছে। উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের একটি জরাজীর্ণ সড়ক সংস্কার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি “খেদমতে খলক” (জনসেবা) এর অংশ হিসেবে তিনদিনব্যাপী এ স্বেচ্ছাশ্রম কর্মসূচি পরিচালিত হয়। এতে ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংস্কারকাজে অর্থায়ন করেন কাউখালী উপজেলা মুজাহিদ কমিটির সম্মানিত ছদর মাওলানা রেজাউল করিম সাহেব। পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন এইচ এম জিয়াউল করীম। তিনি জানান, “জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমরা এ কাজ করেছি। ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।”
এ ধরনের জনসেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।