মোঃ শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (বিএনএস):
আজ ১৬/৪/২০২৫ইং তাড়াইল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় সকাল১১ ঘটিকায় সময় স্কুলটি পরিদর্শন করেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, পরিদর্শন সময়কালীন বাচ্চাদেরকে সালাম বিনিময় করে,তাদের খোঁজখবর নেন, প্রথমেই বাচ্চাদের কাছে জানতে চান, আপনারা বাড়ি থেকে স্কুলে আসা-যাওয়ার মাধ্যমে
কেউ যদি খাবার খাদ্য কিছু দেয় তাহলে আপনারা খাবেন কি। সব বাচ্চারা একবাক্যে বললেন না স্যার আমরা রাস্তায় কিছু খাব না। রাস্তাঘাটে খাওয়া-দাওয়া করলে যে কোন সময় আমাদের অসুবিধা হতে পারে।এরকমভাবে একাধিক ক্লাস উনি পরিদর্শন করেছেন।এই পরিদর্শন তাড়াইল এর জন্য বিরল।এরকম পরিদর্শন যদি মাঝে মাঝে স্কুল গুলিতে সব সময় হয়। ছাত্রদের মনোবল অনেক উঁচু হবে। উনার সাথে সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ও সহকারী শিক্ষক আলিয়া ফেরদৌস, ও এস আই মোঃরফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিশেষে স্কুলের প্রতি উন্নয়ন কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে উনার ভিজিট শেষ করেন।