Thursday, May 22, 2025

হুঁশিয়ারির পর সুর নরম ট্রাম্পের

Date:

বিএনএস নিউজ ডেস্কঃ

পূর্ব ইউরোপে যুদ্ধ থামানোর ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া করা ইউক্রেনের চেয়ে অনেক বেশি সহজ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি এই মন্তব্য করেন।ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি বিশ্বাস করেন এবং পুতিন যুদ্ধ বন্ধ করার বিষয়ে বিশেষ আগ্রহী। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিছু দিন আগে এই ওভাল অফিসে বসেই ট্রাম্পের বাগবিতণ্ডা হয়েছে। প্রকাশ্যে জেলেনস্কিকে যুদ্ধের জন্য দায়ী করেছেন ট্রাম্প। এর জেরে তাদের মধ্যে খনিজ চুক্তিও ভেস্তে গেছে। ইউক্রেন এবং আমেরিকার সম্পর্কের এই অবনতির প্রেক্ষাপটে রাশিয়ার বিষয়ে আবার সুর নরম করলেন ট্রাম্প।শুক্রবার সকালেই যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়াকে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। বুঝিয়ে দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার বিষয়ে নরম মনোভাব দেখাবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি এবং শুল্ক আরোপের বিষয় নিয়ে ভাবনাচিন্তা চলছে। 

এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই ওভাল অফিসে সাংবাদিকদের সামনে পুতিনের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, আমি পুতিনকে বিশ্বাস করি। সত্যি কথা বলতে, এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে বোঝাপড়া করা আমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে। হয়তো এর চেয়ে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া করা সহজ।রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে তিন বছর ধরে যুদ্ধ চলছে পূর্ব ইউরোপে। প্রথম থেকেই আমেরিকাকে পাশে পেয়েছিল ইউক্রেন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি কূটনীতির মাধ্যমে যুদ্ধ বন্ধের পরামর্শ দিয়েছেন জেলেনস্কিকে। ইউক্রেন আবার রাশিয়ার সঙ্গে আপস করতে নারাজ। জেলেনস্কির এই অনড় মনোভাবের পর ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত রেখেছেন ট্রাম্প। শুক্রবার পুতিনের প্রশংসা করতে গিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়, পুতিন যা করেছেন, তার জায়গায় এই মুহূর্তে অন্য যে কেউ থাকলে তা-ই করতেন। পুতিনের সঙ্গে বরাবরই আমার সম্পর্ক খুব ভাল। তিনি যুদ্ধ বন্ধ করতে চান। ভাল কিছু হতে চলেছে।”

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর না করে পশ্চিমা বিশ্বের  কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন জেলেনস্কি। ট্রাম্প বলেন, আমি জানি না তারা বিষয়টাকে মিটিয়ে নিতে চায় কি না। যদি তা না চায়, তবে আমরা তাদের পাশে থাকব না। কারণ, আমি চাই বিষয়টি মিটে যাক। মৃত্যুমিছিল বন্ধ করার উদ্দেশ্যেই আমি এটা করছি।

সূত্র: বিবিসিআল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

তাড়াইল উপজেলা বরুহা গ্রামের খেলার মাঠটি বেহাল অবস্থা 

মোঃ মজিবুল হক চুন্নু,তাড়াইল উপজেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার...

শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচারেরদাবিতে বিক্ষোভ, মানববন্ধন

সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের...

তারাবো পৌরসভায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি...

মাদ্রাসা ও মসজিদের রাস্তা দখলের পাঁয়তারা, কুচক্রী মহলের বিরুদ্ধে ক্ষোভ

বরিশাল ব্যুরো: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ চরবাড়িয়া ইউনিয়নের তালতলি...