নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় শহরে মহানগর শাখা গঠনের লক্ষ্যে সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২২ মার্চ শনিবার নগরীর সিএন্ডবি রোডে হিমেল কটেজে ৪ র্থ তলায় সংস্থার অস্হায়ী কার্যালয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি বীরেন্দ্রনাথ সমদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান সরদার জুয়েল। মতবিনিময় সভায় বক্তারা বলেন জাতীয় সাংবাদিক সংস্থা দেশের মধ্যে সাংবাদিক দের কল্যাণে পুরাতন সংগঠন। যা দেশের ভিতরে ৪৩ বছর যাবত সাংবাদিকের মান মর্যাদা, দাবি আদায় সহ বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা,এই বরিশালের বাকেরগঞ্জের সন্তান, আলতাফ হোসেন আজ পৃথিবীতে না থাকলেও তার রেখে যাওয়া সংগঠন আজ অনেক শক্তিশালী। দেশের প্রায় প্রতিটি জেলা উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য এবং নেতৃবৃন্দ রয়েছেন, রয়েছে জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটি। ফলে দেশের সাংবাদিকদের কল্যাণে কাজ করা খুব সহজ। সাংবাদিক সংগঠন টির কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছেন তারা ও কঠোর পরিশ্রমী ও প্রতিবাদী। তাদের নেতৃত্বে আজ জাতীয় সাংবাদিক সংস্থার জয় জয়কার বিভিন্ন সাংবাদিকরা আজ এ সংস্থার ছায়া তলে আসার জন্য ছুটছেন। বাংলাদেশের শীর্ষ পর্যায়ে প্রায় সকল সাংবাদিক সংগঠন আজ জাতীয় সাংবাদিক সংস্থার ২১ দফা দাবির সাথে একত্বতা প্রকাশ করেছেন, তারা স্বেচ্ছায় এ সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় উঠে আসে বরিশাল বিভাগীয় শহরে মহানগর কমিটি থাকা জরুরি এবং গুরুত্বপূর্ণ। দেশের অন্যান্য বিভাগের শহরে সংস্থার মহানগর কমিটি অনেক কার্যকর, তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে বরিশাল মহানগর কমিটির গঠনের লক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতি ও দাবীর প্রেক্ষিতে বরিশালের মিডিয়া অঙ্গনে পরিচিত মুখ আমিনুল ইসলাম খসরু কে জাতীয় সাংবাদিক সংস্থার মহানগর কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। আমিনুল ইসলাম খসরু বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত বর্তমান সভাপতি। আমিনুল ইসলাম খসরু সকলের দাবী প্রেক্ষিতে সংস্থার বরিশাল মহানগর সভাপতি হিসেবে রাজি হয়ে তিনি তার বক্তব্যে বলেন জাতীয় সাংবাদিক সংস্থার দেশের সর্ববৃহৎ সুসংগঠিত একটি সাংবাদিক সংগঠন।একটি বিভাগীয় শহরে মহানগর কমিটি অনেক গুরুত্বপূর্ণ ,আমি ১৯৭৭ সাল থেকে সংগঠন করে আসছি, আজ আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আপনাদের সকলকে সাথে নিয়ে বরিশাল মহানগরের কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে সাংবাদিকদের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ ।আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন । জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন অত্যন্ত নিরহংকারী,সাদামনের মানুষ ছিলেন ,তার সংগঠন তিলে তিলে ,আজ অনেক বৃহত্তর হয়ে গেছে, আমি এ সংগঠনের কার্যক্রম অনেক আগ থেকে দেখে আসতেছি এবং আমার ভালো লাগতেছিল আমি এ সংগঠনের মেম্বার হওয়ার জন্য অনেক আগেই আগ্রহ প্রকাশ করেছিলাম। আজ আপনাদের দেয়া দায়িত্বে আমি আপনাদের কে নিয়ে বরিশালে এই সংগঠনকের কাজ করে, একটি অবস্থা নিয়ে যাব, ইনশাআল্লাহ।
আলোচনাসভা শেষে ইফতার মাহফিলের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মোহাম্মদ নাসিরউদ্দীন, (দৈনিক আলোকিত বরিশাল,) সৈয়দ হোসেন(দৈনিক কলমের কন্ঠ )মোঃ মিরাজুল ইসলাম (দৈনিক সময়ের বার্তা) এনামুল হক রাজন ও সৈয়দ নাঈম (দৈনিক দক্ষিণবঙ্গ), মোঃ মশিউর মন্টু (দৈনিক ভোরের অঙ্গীকার),আ: রহমান,
( দৈনিক দক্ষিনাঞ্চল)মোঃ জুয়েল মাহমুদ(দৈনিক আজকের পরিবর্তন ) আশরাফ সুমন(দৈনিক শাহনাম) মোঃ রেদওয়ান রানা (সম্পাদক, সিটিনিউজ),নুর মোহাম্মদ আরিফ, ব্যুরো প্রধান (দৈনিক দেশের পএ ),পিযুস কান্তি সাহা (দৈনিক বরিশাল প্রতিদিন), মোঃ জিহাদ হাসান(দৈনিক বাংলাদেশ বানী ),এম টিটু(দৈনিক হিরন্ময়) মোঃ শাহাদাত হোসেন(দৈনিক বরিশাল বার্তা)আমিনুল ইসলাম হৃদয়, আরিফুর রহমান তালুকদার ( সম্পাদক,দেশের চোখ ডট কম), মীর নাছির উদ্দিন সোহেল, শাকিল হাওলাদার,জুয়েল রানা , দৈনিক মতবাদ সহ স্থানীয় ও জাতীয় পত্রিকার অর্ধশত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএসএস বরিশাল মহানগর শাখার মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত
Date: