টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী থেকে ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজটির নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ৪১ গ্রামের মানুষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এলাকাবাসী ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধনের আয়োজন করে।
২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২২ সালের ২০ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পাঁচ বছর পরও ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় মানুষের চলাচল এবং পরিবহন ব্যবস্থায় স্থবিরতা দেখা দিয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকালে ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন দেওপাড়া গণউচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং এলাকার সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কহিনুর ইসলাম, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা।
জানা যায়, এলজিইডি কর্তৃক আহ্বান করা দরপত্রের মাধ্যমে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্ট ভেঞ্চার ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪ টাকার চুক্তিতে ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায়। কিন্তু প্রতিষ্ঠানটি কাজটি সাব-ঠিকাদার সাইফুল ইসলামকে দিয়ে করানোর সিদ্ধান্ত নেয়, যিনি কোনো বিকল্প সড়ক নির্মাণ না করেই মেয়াদোত্তীর্ণ ব্রিজটি ভাঙা শুরু করেন।
পরবর্তীতে কাদা-মাটির অস্থায়ী রাস্তা তৈরি করা হলেও সেখানে যানবাহন চলাচল কার্যত অচল। অবশেষে সাব-ঠিকাদার সাইফুল ইসলাম কাজ অসমাপ্ত রেখেই পলাতক রয়েছেন।
এলাকাবাসী দ্রুত ব্রিজের কাজ সম্পন্ন করে দুর্ভোগের সমাধান চেয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।