Thursday, April 24, 2025

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন আলমগীর হোসেন বাবুল।

Date:

নিউজ ডেস্কঃ
সমাজসেবায় আত্মনিয়োগ করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন সাবেক ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আলমগীর হোসেন বাবুল । এলাকার সর্বত্রই এখন আলোচনা এই তরুন সমাজসেবককে নিয়ে।

নোয়াখালী জেলা কবিরহাট উপজেলার আওতাধীন ২নং সুন্দলপুর ইউনিয়ন এর কৃতি সন্তান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক মো. আলমগীর হোসেন বাবুল । তিনি গ্রামের মক্তব তথা পাঠশালায়শিক্ষা জীবনে হাতেখড়ি তারই ধারাবাহিকতায় স্কুল, জীবন শেষে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন ।

মো. আলমগীর হোসেন বাবুল শুধু একজন রাজনীতিবিদ বা সমাজ সেবক নয়, একজন সফল ব্যবসায়ী বটে। রাজধানী ঢাকায় অবস্থিত “প্রোবার্টান অ্যাসোসিয়েটস” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তিনি। নিজের প্রচেষ্টায় তিল তিল করে গড়ে তোলা “প্রোবার্টান অ্যাসোসিয়েটস” কোম্পানিটি আজ সাফল্যের দারপ্রান্তে নিতে সক্ষম হয়েছেন।

এই তরুন সমাজ সেবক ছেলেবেলা থেকেই ছিল পরোপকারী। প্রতীবেশীর দূক্ষ-দূর্দশা দেখে তার মন কেঁদে উঠতো। তিনি সবসময় ভাবতেন প্রতিবেশী অসহায় মানুষদের নিয়ে। নিজের খাবার একজন ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিয়ে তিনি তৃপ্তি পেতেন। মো. আলমগীর হোসেন বাবুল লেখা পড়া শেষ করে ব্যবসায় জড়িয়ে পড়ার পর তিনি সংকল্প করেন। সাধারণ মানুষের সেবা করার। তাই ব্যবসায়ের লাভের টাকার একাংশ রাখেন সাধারণ মানুষের সেবায় বিলিয়ে দেবার জন্য।

তরুন এই সমাজ সেবক নিজ এলাকার মানুষের যেকোন সমস্যা সামনে পরলে তা তিনি তার সামর্থ্য অনুযায়ী শতভাগ সমাধানের চেষ্টা করেন। এছাও তিনি এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই কিনে দেওয়া, লেখা পড়া করার খরচ দেয়া সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন তিনি।

মো. আলমগীর হোসেন বাবুল অত্যন্ত বিনয়ী সমাজ সেবক ও মানবিক মানুষ, নিতি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানব কল্যাণের এক জন অন্যতম সংগঠক ও মানবিক নেতা।

এ ব্যাপারে এই তরুন সমাজ সেবক মো. আলমগীর হোসেন বাবুলের সাথে কথা হলে তিনি বলেন- মানুষ আল্লাহর সৃষ্টির সের জীব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) আমরা তাকে মানি অথচ তার পথকে অনুসরণ করিনা। আমাদের নবীও আটার বস্তা কাধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন। আমি তার অনুসারী হয়ে কেন মানুষের সেবায় এগিয়ে আসবোনা। আমি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তাই মহান আল্লাহ আজ যেটা আমাকে দিচ্ছেন তাহা আমার একার নয়। আমার প্রতিবেশী ও এলাকার মানুষও তার দাবীদার। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে টাকা লাভ হয় তার একাংশ টাকা গরীব-দুঃখী এবং অসহায় মানুষের সেবায় ও আমার নিজ এলাকা ২নং সুন্দলপুর ইউনিয়নের উন্নয়নে ব্যয় করে আসছি, সকলে আমার জন্য দোয়া করবেন এই মানব কল্যাণের সেবামূলক কাজ যেন সবসময় করতে পারি এবং ২নং সুন্দলপুর ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করতে পারি। আমার দ্বারা যদি অন্যের কোন উপকার হয় বা আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি তাহাই হবে আমার পরোপারের পাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সমাজসেবায় আত্মনিয়োগ করে ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন সাইদুল

নিউজ ডেস্কঃসমাজসেবায় আত্মনিয়োগ করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে...

কাতারে বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার

বিএনএসঃ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের বিনিয়োগকারীদের...

নাগরপুরে বিএনপি নেতার গণসংযোগ ও বই বিতরণ

সিপন রানা (নাগরপুর) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে...

রাবিন্দ্র সরোবরে ধানমন্ডি থানা জামায়াতে ইসলামীর ফ্রী হেলথ স্ক্রিনিং শুরু

বিএনএস, ঢাকাঃবাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডী থানার উদ্যোগে স্থানীয়দের প্রাইমারি...