বিএনএসঃ
সাংবাদিকতা শুধুই পেশা নয়, এটি সমাজের আয়না। এক সময় যে পেশা ছিল সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর দৃঢ় সংকল্প, বর্তমানে সেটিই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রযুক্তির উন্নয়ন, সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত প্রসার, রাজনৈতিক প্রভাব ও কর্পোরেট চাপ সাংবাদিকতার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
একদিকে, ‘সবার আগে খবর’ পৌঁছানোর প্রতিযোগিতা, অন্যদিকে ‘ক্লিকবেইট’ শিরোনামে পাঠকের মনোযোগ আকর্ষণ—এই দুইয়ের টানাপোড়েনে আজ অনেক সাংবাদিকতা হারাচ্ছে তার মৌলিক দায়িত্ব। ভুল তথ্য, গুজব এবং একপেশে সংবাদ সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তবে আশার আলোও কম নয়। ডিজিটাল মিডিয়ার প্রসারে বিকল্প সংবাদমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতার উত্থান ঘটেছে। অনেক তরুণ সাংবাদিক ঝুঁকি নিয়েও সত্য উদঘাটনে নিরলস কাজ করে চলেছেন। পাশাপাশি, জনসচেতনতাও বৃদ্ধি পাচ্ছে—মানুষ এখন প্রশ্ন করে, যাচাই করে।
সাংবাদিকতার এই রূপান্তরের সময়ে প্রয়োজন নিরপেক্ষতা, তথ্য যাচাই, ও নৈতিকতার প্রতি অবিচল থাকা। কারণ সাংবাদিকতা যদি পথ দেখায়, তাহলে সে পথ হতে হবে সত্য ও দায়িত্বের।
সাংবাদিকতা এখন সংকটের মধ্য দিয়েই নতুন সম্ভাবনার সন্ধান করছে। এই পরিবর্তনের যুগে আমাদের প্রয়োজন সাহসী ও দায়বদ্ধ সাংবাদিকতা—যা সমাজের আস্থা ফিরে পেতে সক্ষম।
লেখকঃ মুহম্মদ মনজুর হোসেন (সাংবাদিক) চেয়ারম্যান, বাংলাদেশ নিউজ সিন্ডিকেট-BNS
আমি গাজীপুর টঙ্গীতে আছি আমি কাছে জন
Thanks for your comment