Monday, July 7, 2025

পিরোজপুরে ১০ লাখ চিংড়ি রেনুপোনা জব্দ, এক ব্যক্তিকে কারাদণ্ড

Date:

পিরিজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ মে) টগড়া ফেরিঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৮৮টি ড্রামে রাখা রেনুপোনা এবং সেগুলো বহনের কাজে ব্যবহৃত ২১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

রেনুপোনাগুলো বরগুনার পাথরঘাটা থেকে বাগেরহাটে পাচারের চেষ্টা চলছিল। অভিযানে আটক হন মোঃ সেলিম খান (৪৮), যিনি বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে। পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে মোট ১০,৫০০ টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত রেনুপোনাগুলো কচাঁ নদীতে অবমুক্ত করা হয়।

সহকারী কমিশনার মোঃ তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে রেনুপোনা পরিবহনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে একটি চক্র পিরোজপুর অঞ্চল দিয়ে চিংড়ির রেনুপোনা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ বিভিন্ন জেলায় পাচার করে আসছে। এ চক্রের সঙ্গে পাথরঘাটা এলাকার কয়েকজনের নাম জড়িত রয়েছে। এছাড়া, ৫ আগস্টের পর পিরোজপুরে স্থানীয় এক বিএনপি নেতার ছেলে ও স্বেচ্ছাসেবক দলের এক নেতার নামও উঠে আসে। এর আগে এই চক্রের নেতৃত্বে ছিল পৌর যুবলীগের একজন নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সংবাদকর্মীদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান-মনজুর হোসেন

বিএনএসঃ সাংবাদিকতা পেশাকে বিশ্বাসযোগ্য ও জনবান্ধব রাখার লক্ষ্যে সংবাদকর্মীদের নিরপেক্ষতা...

E-Paper

জেএসএস’র ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন মুহম্মদ মনজুর হোসেন

মোঃআনজার শাহ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ আলতাফ...

নানা আয়োজনে বার্তা প্রবাহর ২১ বছরে পদার্পণ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ০১ জুলাই ২০২৫ (মঙ্গলবার)...