মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল:
টাঙ্গাইলের এলেঙ্গাতে দেশ গঠনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এলেঙ্গা পুরো বিএনপি’র উদ্যোগে ২৪ জুন এলেঙ্গা কলেজ মোড় প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়।
৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি
উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এলেঙ্গা পৌর শহরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের নিয়ে হেঁটে হেঁটে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক),সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা,এলেঙ্গা পৌরসভার সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়া,
উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা,এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, সদস্য সচিব এডভোকেট আজগর আলী, যুগ্ন আহবায়ক মামুন মিয়া,
এলেঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি
আলামিন , সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম প্রমুখ।
বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।
যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। লিফলেট বিতরণ কর্মসূচি
উপজেলার বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে।