নিজস্ব সংবাদ দাতাঃ
ঢাকার বিভিন্ন ক্লিনিং সার্ভিস প্রতিষ্ঠানের উদ্যোগে নতুন একটি সেবামূলক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল ১৮ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে হপিরবাড়ি রেস্টুরেন্টে এক আলোচনাসভায় সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় Sheba Dorkar, Total Cleaning Service B, Al-Modina Expert Service, ক্লিন হাট গ্রুপ, S.H. Enterprise, Expert xyz platform, Safe cleaning service ও BD & Safuna কোম্পানিসহ বেশ কয়েকটি সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সংগঠনটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।
উপস্থিত উদ্যোক্তারা জানান, এই সংগঠনের মূল উদ্দেশ্য হবে ক্লিনিং সার্ভিস খাতকে আরও সুসংগঠিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং গ্রাহকদের আরও উন্নতমানের সেবা প্রদান নিশ্চিত করা।