Monday, July 7, 2025

রফতানি আয় ফেব্রুয়ারিতে বেড়েছে

Date:

বিএনএস অনলাইনঃ

রফতানি আয় ফেব্রুয়ারিতে বেড়েছে , মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। বছর ব্যবধানে যা বেড়েছে ২.৭৭ শতাংশ।এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে দেশের রফতানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি হয়েছে ২.৭৭ শতাংশ। ২০২৪ সালের ফেব্রুয়ারি রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ডলার।

ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ কোটি ৪৪ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩১৯ কোটি ১৪ লাখ ডলার।তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬৫ কোটি ২৭ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে বেড়েছে ৩.৭৭ শতাংশ। এছাড়া, ওভেন পোশাক রফতানি থেকে এসেছে ১৫৯ কোটি ১৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ০.৪৪ শতাংশ।ইপিবির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি, চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে। তবে কমেছে হোম টেক্সটাইলের রফতানি। হোম টেক্সটাইলের রফতানি আয় ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৪১ লাখ ডলারে।আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১১.৬২ শতাংশ। ফেব্রুয়ারিতে রফতানি হয়েছে ৮ কোটি ৮৪ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

এছাড়া, কৃষি পণ্যের রফতানি আয় ৭.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮৬ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪১ লাখ ডলার।এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ মার্কিন ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১০.৫৩ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সংবাদকর্মীদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান-মনজুর হোসেন

বিএনএসঃ সাংবাদিকতা পেশাকে বিশ্বাসযোগ্য ও জনবান্ধব রাখার লক্ষ্যে সংবাদকর্মীদের নিরপেক্ষতা...

E-Paper

জেএসএস’র ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন মুহম্মদ মনজুর হোসেন

মোঃআনজার শাহ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ আলতাফ...

নানা আয়োজনে বার্তা প্রবাহর ২১ বছরে পদার্পণ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ০১ জুলাই ২০২৫ (মঙ্গলবার)...