গরীবের টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার জেল হয়েছে’

গরীব মানুষের টাকা আত্মসাতের অভিযোগ আদালতে প্রমাণ হওয়ায় বেগম খালেদা জিয়ার ১৭ বছর জেল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। তিনি বলেন, ‘সেই জেল ভোগ করতে হবে। জেলের রায় জোর করে নেওয়া যাবে না। মানুষের গাড়ি ভাঙ্গার নাম আন্দোলন নয়। এ আন্দোলন করা যাবে না।’

 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকালে নীলফামারীতে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশকে হত্যার লীলাভূমিতে পরিণত করেছিলো। তারা শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকে নয়, শেখ হাসিনাকেও হত্যার জন্য বারবার চেষ্টা করেছে। গোটা দেশে জালাও-পোড়াও এর রাজনীতি কায়েম করেছিল।’

নানক বলেন, উত্তর জনপদ থেকে মঙ্গা বিদায় দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। মঙ্গা আজ যাদুঘরে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। উত্তরাঞ্চলে আজ সুবাতাস বইছে। উত্তরা ইপিজেডে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে নীলফামারীতে মেডিক্যাল কলেজ নির্মাণ করা হচ্ছে। দেশে দিন দিন নানা কর্মক্ষেত্রের সৃষ্টি হওয়ায় দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তাই দেশের মানুষকে বোঝাতে হবে আওয়ামী লীগ জনমানুষের দল। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তাদের ভাগ্যের উন্নয়ন হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মের হক উপস্থিত ছিলেন। দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এ্যাড মমতাজুর হক।

এদিকে সব জল্পনা কল্পনাকে পেছনে ফেলে টানা ১৪ বছর পর নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে দেওয়ান কামাল আহমেদ ও এ্যাড, মমতাজুল হককে জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারণী পদে পুনরায় অধিষ্ঠিত করার ঘোষণা দেন জাহাঙ্গীর কবির নানক।

এর আগে সকালে প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।