সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা'র লেখা কবিতা "আমি নাকি সৃষ্টির সেরা"

=কবিতা=
*আমি নাকি সৃষ্টির সেরা*
সুমাইয়া আক্তার শিখা ।


আমি নাকি সৃষ্টির সেরা
গর্বের নেইকো শেষ,
কর্ম কাজে পশুর অধম
শুধুই মানুষ বেশ।

আমার কাজে মানবতা নেই
আত্ন অহমিকায় ভরা,
তবুও মনে গর্ব করি
আমিই সৃষ্টির সেরা।

সৃষ্টির সেরা হয়েও করি অন্যায় অবিচার, মানুষের মত সৃষ্টিকর্তার সৃষ্টি নাই তো আর। হিন্দু মুসলিম বৌদ্ধ  খৃষ্টান  সকল মানব জাতি, 
বিশ্ব জুড়ে আছে দেখ তাদের অনেক খ্যাতি।

শুনেছি, তারাও নাকি আশরাফুল মাখলুকাত ,
তারাই নাকি সৃষ্টির সেরা!

হিসেব মিলিয়ে নেওয়া যত বোকামি
সত্যের মৃত্যু ঘটেছে বহুকাল আগে
এখন শুধু বেঁচে ক'খানি হাড় সমেত
মুমূর্ষু সততা!
বাস্তবতা  বলতে যা কিছু রয়েছে অবশেষ
তাই নাকি এ যুগের সভ্যতা!

অকৃতজ্ঞ সেরা জীব দেখো চারিদিকে,
তুমি তোমার উচিত শিক্ষা দেখবে স্বচক্ষে।
বৃক্ষ যখন ফলবান হয় নুয়ে থাকে মাথা,
সেরা হয়েও তোমাদের কিন্তু বিনয়ী হবার কথা!
তা না হয়ে হয়েছো তুমি অহমিকায় সেরা!
তোমার চতুরপাশ এজন্য মূর্খতায় ঘেরা।

দাম্ভিকতায় পরিপূর্ণ অকৃতজ্ঞ মানুষ!
সময় থাকতে ফিরিয়ে আনো মনুষ্যত্বের হুশ।
সুন্দর হবে তোমার ভূবন বিশ্বখেলাঘর,
এক কাতারে দাঁড়াতে শেখো ভুলে আপনপর।
ছেড়ে দাও অহমিকা পবিত্রে পূর্নাও মন,
দেখবে তোমার ধরনীটা লাগবে খুব আপন।