দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডে সংকট চরমে, বরখাস্ত প্রধান নির্বাহী

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অস্থিরতা চলছে বেশ অনেকদিন ধরেই। যার জেরে চলতি সপ্তাহের শুরুতে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) বোর্ড চেয়ারপার্সন ইকবাল খান এবং স্বাধীন পরিচালক শার্লি জিন পদত্যাগ করেন।

বিদায়বেলায় বোর্ডের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অভিযোগ করে রেখে যান শার্লি। অবশেষে আজ সিএসএ'র প্রধান নির্বাহী থাবাং মোরেকে বরখাস্ত করারই ঘোষণা দিলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

 

ঝামেলা মূলত খেলোয়াড়, মিডিয়া রিলেশন, আর্থিক এবং ম্যানেজম্যান্ট সংক্রান্ত বিষয়াদি নিয়ে। গত রোববার পাঁচজন সাংবাদিককে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া সুপার লিগে অ্যাক্রিডেশন প্রত্যাহার করা পর এই ঝামেলা গুরুতর রূপ নিয়েছে। প্রথমে এর কারণ জানানো না হলেও পরে সোমবার সকালে বোর্ডের প্রধান নির্বাহী মোরে বলেন, সিএসএ'কে নিয়ে এই সাংবাদিকরা যা সংবাদ প্রচার করেছেন, তাতেই অখুশি বোর্ড।

এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় দক্ষিণ আফ্রিকার জাতীয় সংবাদমাধ্যমগুলোর সম্পাদকীয় ফোরাম, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন এবং টেস্ট ও ওয়ানডে দলের স্পন্সর স্ট্যান্ডার্ড ব্যাংক। দলের মূল স্পন্সর স্ট্যান্ডার্ড ব্যাংক জানিয়েছে, আগামী বছরের ৩০ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করবে না। ফলে সিএসএ প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিতে পড়বে।

এদিকে সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সঙ্গেও আইনি লড়াই চলছে সিএসএ’র। এর ফলেও প্রায় ৪৪.৭ মিলিয়ন মার্কিন ডলার হারাতে পারে সিএসএ। সবমিলিয়ে ভয়াবহ সংকট দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে।

যারই ফলশ্রুতিতে বিতর্কিত প্রধান নির্বাহী থাবাং মোরেকে বরখাস্ত করা হয়েছে। অসচারণের কারণে তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে এক চিঠির মাধ্যমে জানিয়েছে সিএসএ।