বরিশাল মেহেন্দিগঞ্জ বর্ধিত লঞ্চ ভাড়া প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

অনলাইন নিউজ ডেস্কঃ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বর্ধিত লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে বরিশাল মেহেন্দিগঞ্জে মানববন্ধন করেছে সাধারণ যাত্রীরা। গত (১১ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের উত্তর বাজার এলাকায় চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন হাওলাদার, লঞ্চ যাত্রী মো. তারকে ও বেল্লাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চ ভাড়া বেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের কস্ট হচ্ছে। আয় না বাড়লেও খরচ বেশি হওয়ায় অতিরিক্ত খরচ বহন করতে পারছেন না সাধারণ মানুষ। তারা অবিলম্বে বর্ধিত লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানান।