ফাঁস করলেন সাফল্যের রহস্য,অপ্রতিরোধ্য সাউদি !

অনলাইন নিউজঃ

চলতি আসরে দুর্দান্ত ছন্দে আছেন টিম সাউদি টি-টোয়েন্টি বিশ্বকাপের । আগের তিন আসরে যেখানে সাউদির পারফরম্যান্স ছিল উত্থান-পতনে ভরা, সেখানে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি প্রচণ্ড ধারাবাহিক।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচের প্রত্যেকটিতেই পুরো চার ওভার বোলিং করেছেন সাউদি। যেখানে ৫.৭৫ ইকোনমি রেটে নিয়েছেন ৮ উইকেট। প্রতি ম্যাচে পেয়েছেন ন্যূনতম একটি উইকেটের দেখা। পাশাপাশি পাওয়ারপ্লেতে সাউদির ইকোনমি রেট মাত্র ৪.৭১। 

প্রথম ছয় ওভারের সময় এমন কিপ্টে বোলিংয়ের রহস্য জানাতে গিয়ে কিউই পেসার বলেছেন, যতদূর সম্ভব বল সুইং করানোর চেষ্টা করি। আর ভালো লেন্থে বল পিচিং করাই, যাতে ব্যাটাররা অসুবিধায় ভোগে।

মিডল ও ডেথ ওভারে পেসের বৈচিত্র্যে ব্যাটারদের বোকা বানানোর ব্যাপারে কিউই পেসারের বক্তব্য, ‘যখন আমি প্রথম খেলা শুরু করি, তখন ডেথ ওভারে লো-ফুলটস দেওয়াকেই শ্রেয় মনে করতাম। পরে দেখলাম ব্যাটাররা এখন ৩৬০ ডিগ্রি ব্যাটিং করে। তখন বুঝেছি ইয়র্কার করতে গিয়ে সামান্যতম ভুলও করা যাবে না। তখন গতির একটু হেরফের করি, সেকারণে নাকল বল, লেগ কাটার ও অফকাটার-এগুলো রপ্ত করছি।