টিকা নেয়ারাই পাবেন মাঠে প্রবেশের সুযোগ, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

অনলাইন নিউজঃ

দীর্ঘদিন পরে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান । তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শেষে  ডিসেম্বরের শেষদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে । ইতিমধ্যে পাকিস্তানের খেলোয়াড়রা চলে আসছে বাংলাদেশে। চলছে তাদের অনুশীলনও।

আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে বেলা ২টায় মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। আর এই ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর মাঠে দর্শকদের প্রবেশাধিকার শুরু হচ্ছে। করোনা মহামারির জন্য গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না।

তবে দর্শকদের এই সিরিজের টিকিটের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। টিকিট কিনতে হবে সশরীরে। সঙ্গে নিতে হবে করোনার টিকা দেওয়ার সনদ। সেই সাথে মাস্ক পরিধান বাধ্যতামূলক।

প্রতিটি ম্যাচের আগের দিন বিসিবির নির্দিষ্ট বুথ থেকে টিকিট কিনতে হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে পাওয়া যেতে পারে ম্যাচের দিনও। এক্ষেত্রেও রয়েছে আরো একটি শর্ত। কেবল মাত্র করোনার দুই ডোজ টিকা দেওয়ারাই মাঠে বসে খেলা দেখতে পারবেন। অর্থাৎ, দুই ডোজ টিকা গ্রহণকারীরাই শুধু মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

টিকিট কেনার সময় প্রয়োজন না হলেও মাঠে প্রবেশের সময় করোনা টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। সেই সাথে মাস্ক পরিধান বাধ্যতামূলক। করোনা সংক্রমণের ঝুঁকি যথাসম্ভব এড়াতে এসব নিয়ম করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি সূত্র।