দাম হাঁকছেন ৬০০ টাকা,৬ ফুট লম্বা কচু

বাগেরহাট সংবাদ দাতাঃ

বাগেরহাট শরণখোলার রায়েন্দা বাজারে আজ শুক্রবার সকালে বিক্রির জন্য ছয় ফুট লম্বার বিশালাকৃতির একটি মানকচু কাঁধে করে নিয়ে আসেন খোন্তাকাটা গ্রামের ৯০ বছরের বৃদ্ধ মো. আবদুল জব্বার হাওলাদার (৯০)। তখন বিশালাকৃতির ওই কচুটি নিয়ে বিক্রির জন্য তিনি বাজারে বাজারে ঘুরে বেড়ান। এ সময় কচুটি দেখার জন্য সবজি বিক্রেতা ওই বৃদ্ধের পাশে অনেকেই ভিড় করেন। কচুটি কেনার জন্য তখন দামও বলেছেন অনেকে। তবে বৃদ্ধ ৬০০ টাকার কমে কচুটি বিক্রি করতে রাজি না ।

কচু বিক্রেতা আবদুল জব্বার বলেন, ‘তিন বছর আগে বাড়ির উঠানের পাশে একটি কচুর মাথা/মুথা লাগাই। সেখানে ধীরে ধীরে বড় হতে থাকে কচুটি। ৬ ফুট লম্বা কচুটি আজ শুক্রবার ভোরে বিক্রির জন্য মাটি খুড়ে তুলে নিয়ে রায়েন্দা বাজারে আসি। তবে টার্গেট অনুযায়ী দাম না বলায় কচুটি এখন বিক্রি করছি না। দাম ৬০০ টাকা নির্ধারণ করলেও কেউ কেউ বলছেন ৪০০ আবার কেউ কেউ বলছেন ৫০০ টাকা। তবে নির্দিষ্ট দামেই কচুটি বিক্রি করতে চাচ্ছি।

রায়েন্দা বাজারের কাঁচামাল ব্যবসায়ী নীলকুণ্ডু পাল বলেন, ‘এতো বড় কচু সাধারণত বাজারে আসে না। বাজারে যা আসে তা অনেক ছোট। ওই কচুটি এতো বড় যে কেটে কেটে বিক্রি করতে হবে। না হয় এতো দাম দিয়ে এতো বড় কচু কেউ কিনতে চাইবে না। তবে ক্রেতারা বলছে দাম ঠিক আছে, কিন্ত এতো বড় কচু কেউ একজনে কিনবে না। পাঁচ ছয়জন মিলে ভাগ করে কিনতে হবে।