বিতর্কে হার্দিকঃ মেজাজ হারিয়ে শামিকে গালাগালি দিয়ে

অনলাইন নিউজ ডেস্কঃ

চলতি আইপিএলে অভিষেকেই জয়ের হ্যাটট্রিক করে সবার নজর কেড়েছিল গুজরাট টাইটানস। সোমবার (১১ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের কাছে প্রথম হারের মুখ দেখল গুজরাট। ম্যাচ চলাকালীন মেজাজ হারাতে দেখা যায় দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। ম্যাচের মধ্যে মোহম্মদ শামিকে গালাগালি দেন তিনি। ঘটনাটি ঘটে হায়দরাবাদের ইনিংসের ১৩তম ওভারে। 

হার্দিকের দুই বলে পরপর ছক্কা হাঁকান কেন উইলিয়ামসন। তখনই গুজরাট অধিনায়কের চোখে মুখে বিরক্তির ছাপ দেখা যায়। সেই ওভারের শেষ বলে রাহুল ত্রিপাঠী ক্যাচ তোলেন। কিন্তু সেটা ধরার কোনওরকম চেষ্টা করেননি শামি। একটু এগিয়ে এলেই ক্যাচটা ধরতে পারতেন। কিন্তু এগিয়ে এসে ক্যাচ ধরার পরিবর্তে শামি বাউন্ডারি লাইনের দিকে সরে গিয়ে রান বাঁচানোর চেষ্টা করেন। তাতেই প্রচণ্ড চটে যান হার্দিক। এরপরই শামিকে গালাগালি করেন। 

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দায় সরব হয়েছে ক্রিকেটপ্রেমীরা। কেন উইলিয়ামসনের উদাহরণ টেনে আনেন ক্রিকেটপ্রেমীরা। বলা হয়- ক্যাচ ছাড়া সত্ত্বেও করোর ওপর রাগ দেখাননি উইলিয়ামসন। সেখানে হার্দিকের আচরণ নিন্দাজনক। শামির মতো সিনিয়র বোলারের প্রতি তার আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকেই দাবি করেছেন, অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই হার্দিকের।