বাগেরহাট প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় নির্বাহী কমিটির মেয়াদকাল ১ বছর থেকে উন্নীত করে ২ বছর করা হয়েছে। একই সাথে নির্বাচন প্রতি দুই বছর পরপর ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে এবং এবছর থেকে এই মেয়াদকাল কার্যকর হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের জন্য বিশেষ সাধারণ সভায় প্রস্তাবনাসমূহ (১০ এর (ক) এবং ১৩এর (ক)) উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। বিশেষ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, ক্রীড়া সম্পাদক এস এম রাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, সদস্য মো. ইয়ামীন আলী, তরফদার রবিউল ইসলাম, শওকাত আলী বাবু, ফকির হাসান আলী, এস এস শোহান, আল আমিন খাঁন, নিয়ামুল হাদি রানা, খোন্দকার আকমল উদ্দীন সাখি, আমিরুল হক বাবু প্রমুখ