১০৮ মেগাপিক্সেলের ফোন আনছে শাওমি

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি এমন একটি স্মার্টফোন তৈরিতে কাজ করছে, যার পেছনে থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি চীনে একটি অনুষ্ঠানে শাওমি কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে বলেছে, তারা প্রথম স্যামসাংয়ের নতুন ১০৮ মেগাপিক্সেল আইসোসেল সেন্সর ব্যবহার করবে। এ সেন্সরে কোনো ছবি রেজুলেশন হবে ১২০৩২ বাই ৯০২৪ পিক্সেল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এক্সডিএ ডেভেলপারস নামের আরেকটি ওয়েবসাইটে বলা হয়েছে, শাওমি ১০৮ মেগাপিক্সেল সেন্সরের একাধিক স্মার্টফোন তৈরি করবে। তারা শুরুতে অন্তত চারটি মডেলের স্মার্টফোন বাজারে ছাড়বে। ইতিমধ্যে শাওমির মি গ্যালারি অ্যাপে ওই রেজুলেশনের ছবি সমর্থনের উপযোগী করা হয়েছে। ফোন চারটি টুকানা, দ্রাকো, উমি ও সিমি কোড নাম দিয়ে তৈরি করা হচ্ছে।